A review by bharati
হারবার্ট by Nabarun Bhattacharya

5.0

"বৃথা আসি‍, বৃথা যাই/ কিছুই উদ্দেশ্য নাই" , আত্মহত্যা দিয়ে শুরু আর সেই আত্মঘাতীর অন্তিম সংস্কার দিয়ে শেষ এই ছোট্ট উপন্যাসটিতে যত মৃত্যু, হতাশা আছে তা সাধারণত কোনো বিশাল আকৃতির উপন্যাসও থাকে না, রচনাশৈলী খুব অভিনব এবং কঠিন, কোন লাইনে কোন ঘটনার পর কোথায় চলে গেল সেটা বুঝতে বুঝতে সময় খরচ হয়ে যায় এবং সেটাই এই উপন্যাসের বিশেষত্ব, ঠিক যেন সত্যজিৎ রায়ের ছিনেমা দেখছি। সর্বোপরি উপন্যাসটি জীবনের বহু পর্যায়ে বারংবার পড়ার ইচ্ছা রইল।